| বঙ্গাব্দ
ad728
ad728

ডিএসএমএফ-ব্লু চট্টগ্রাম জেলা থানাপ্রধানের উদ্যোগে আলোচনাসভা

রিপোর্টারের নামঃ MD MISBAH
  • আপডেট টাইম : 14-02-2025 ইং
  • 15359 বার পঠিত
ডিএসএমএফ-ব্লু চট্টগ্রাম জেলা   থানাপ্রধানের উদ্যোগে আলোচনাসভা
ছবির ক্যাপশন: ডিএসএমএফ-ব্লু চট্টগ্রাম জেলা থানাপ্রধানের উদ্যোগে আলোচনাসভা

আবদুল আউয়াল রোকন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :: গত ১২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে হোটেল জামান'সে ডিএসএমএফ-ব্লু কর্তৃক আয়োজিত থানাপ্রধানদের সমন্বয়ে সাংগঠিক ভিত মজবুত, মাল্টিপারপাসের ভোটার হালনাগাদসহ ডেসটিনির সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম-ব্লু চট্টগ্রাম বিভাগের প্রধান নুরুন্নাহার বেগনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগের এডমিন আবদুল আউয়াল রোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন ডিএসএমএফ-ব্লুর কেন্দ্রীয় প্রধান মো. মোশাররফ হোসেন। তিনি ভিডিও কলে ডেসটিনি মাল্টিপারপাস কো. লি.এর তথ্য হালনাগাদ এবং সাংগঠনিক বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী কেফায়েত উল্লাহ, লোকমান চৌধুরী ও কক্সবাজার জেলার এডমিন রোম্মান রহমান। 


আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১২ বছর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে, নানা প্রতিকূলতা অতিক্রম করে গত ১৫ জানুয়ারি  আমাদের প্রতিক্ষার অবসান ঘটে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের কর্ণধার ডেসটিনির এমডি মো. রফিকুল আমীন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের মুক্তির মাধ্যমে আমাদের কর্মসংস্থানের পথ ফিরে পেলাম। আমরা আশা করি, আমাদের দুই প্রাণপুরুষের সঠিক দিকনির্দেশনায় ব্যবসা পরিচালনা করে পবিবার, সমাজ তথা দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব বলে আমাদের বিশ্বাস।


আলোচনা সভায় ডিএমসিএলের তথ্য হালনাগাদ বিষয়ে কাগজে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সাংগঠনিকভাবে সকল থানা প্রধানদের কাজ করার দায়িত্ব অর্পণ করা হয়। ডিএমসিএলের তথ্য হালনাগাদের কাজের মূল্যায়ন স্বরূপ মিরসরাই থানা প্রধান শাহাবুদ্দিনকে পুরস্কৃত করা হয়। 


উক্ত সভায় থানা প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন, ছবি রাণিদে,আবু সাঈদ,শাহাবুদ্দিন, নাজমুল আবেদীন, আশরাফ মজুমদার,  সোলাইমান টিপু,  শাহাজান, সেলিম উল্লাহ,রেজাউল করিম,সাইফুল,বায়েজিদ ফরমান,রাজরক্ষী,রুবি দেবি, টিনা মনি, শাহাবুদ্দিন, নুরুল আলম, ফারহাদ উদ্দিন  সোহাগ,ফাতেমা আকতার, আবু সুফিয়ান,সহ প্রমুখ 

 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সিলেট আপডেট নিউজ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় Super Bangla Digital