1. [email protected] : ok :
| বঙ্গাব্দ

ড. রফিকুল আমীন বলেছেন, ভালো মানুষ রাজনৈতিতে আসা প্রয়োজন: মিছবাহ

রিপোর্টারের নামঃ মোহাম্মদ মিসবাহ উদ্দিন
  • আপডেট টাইমঃ 17-08-2025 ইং
  • 3084 বার পঠিত
ad728

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ আম জনগণ পার্টির মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা  কমিটি হস্তান্তর ও আলোচনা সভা (১৫ আগষ্ট শুক্রবার) বিকাল ৩টায় মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আম জনগণ পার্টির (BAJP) এর মৌলভীবাজার জেলা আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন দিলাপ দেবনাথ ।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিছবাহ উদ্দিন, বাংলাদেশে আমজনগণ পার্টির কেন্দ্রীয়  সদস্য ও সিলেট জেলার আহবায়ক।
অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বাংলাদেশ আম জনগণ পার্টির রাজনৈতিক দল হিসেবে বড় ভূমিকা রাখবে।  আমার রাজনৈতিক নেতা ড. মো.রফিকুল আমীন বলেছেন, ভালো মানুষ রাজনৈতিতে আসা প্রয়োজন। তা-নাহলে এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে না।


অতিথির বক্তব্য শেষে কমলগঞ্জ উপজেলার কমিটি হস্তান্তর করেন। আহবায়ক মিলাদুল ইসলাম ও সদস্য সচিব জহির উদ্দিন সহ ৪৬জন সদস্য বিশিষ্ট কমিটি ৩মাসের জন্য  অনুমোদন করা হয়। 


এ সময় স্বাগত বক্তব্য রাখেন মিলাদুল ইসলাম,  
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ মো. মোবাশ্বির আলী ও শেখ মিরাজ আহমদ। 


আরও উপস্থিত ছিলেন, আবুবকর, বিজয় দাস গুপ্ত, অরুন কুমার দে, সুমন চৌধুরী, সুরঞ্জিত পাল, মনিরা আক্তার রতনা প্রমুখ।


সর্বশেষ বাংলাদেশ আম জনগণ পার্টির নতুন স্লোগান “এসো দেশগড়ি মোরা একসাথে” সভাপতি এই বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728