হাবিবা বদরুন্নেছা, কুমিল্লা জেলা প্রতিনিধি :: আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও...। না, এবার আর রসুলপুরে যেতে হবে না। কুমিল্লার বাহ্মণপাড়ায় মিলবে ইমন কাজীর সেই ছোট্ট কুঠিরে মিলবে আসমানীদের স্মৃতি।
এবারের শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মনিরুল কাজী ও মসুদা কাজীর সংসারে ফুটেছে মেডিক্যাল উত্তীর্ণের ফুল। মেধাবীদের প্রতিযোগিতাপূর্ণ মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্রাহ্মণপাড়ার মনির-মাসুদার ছোট্ট কুঠিরের দরিদ্র ছেলে ইমন কাজী।
তার মা-বাবার মুখে হাসি ফুটলেও ভর্তির টাকা জোগাড় ও পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আসমানীখ্যাত পরিবারটি। অভাব-অনটনের সংসারে ছেলে আনন্দের সংবাদ নিয়ে এলেও মা-বাবার কপালে যেন চিন্তার ভাঁজ।
কিন্তু রাখে আল্লাহ মারে কে? ইমনের এই মেধার মূল্যায়নে এগিয়ে আসেন অ্যাডভোকেট ড. মোবারক হোসেন। তিনি ইমনের এই সংকট মুহূর্তে তার মেডিক্যালে পড়ার যাবতীয় দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। মনির-মাসুদার বুকের উপর থেকে যেন হতাশার পাথর অপসারিত হয়।
অ্যাডভোকেট ড. মোবারক হোসেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) কুমিল্লা-৫ আসনের মনোনীত প্রার্থী।
২৭৩৪ মেধাক্রম উত্তীর্ণ হওয়া ইমন কাজী (১৮) উপজেলার শিদলাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেড়াখলা এলাকার দিনমজুর কাজী মনিরুল ইসলামের ছেলে। দুই বোন ও দুই ভাইয়ের মধ্যে ইমন দ্বিতীয়।
জানা গেছে, ইমন কাজী উপজেলার পুমকারা সিদ্দিকুর রহমান অ্যান্ড হাকিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ ও পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।
বিগত দিনে তার পড়াশোনায় স্থানীয় সংগঠন ‘আমরা এলাকাবাসী’ ও স্থানীয় কিছু লোকজন তার প্রতি বিভিন্ন সময়ে সহযোগিতা হাত বাড়িয়েছে। সম্প্রতি তিনি মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
মা মাসুদা বেগম বলেন, আমাদের জায়গাজমি নেই। আমার বাবার ভিটায় একটি ভাঙাচোরা একচালা টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে কোনোমতে বসবাস করছি। আমরা দিন আনি দিন খাই। আমাদের কোনো সঞ্চয় নেই। মানুষের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনা করাচ্ছি। এখন আমার ছেলে মেডিক্যালে চান্স পেয়েছে। তাকে মেডিকেল পড়ানোর তৌফিক আমাদের নেই। এ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। কিন্তু জানি আল্লাহ কাউকে নিরাশ করেন না। আমরা এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ। আর এখন আল্লাহ আমাদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাডভোকেট মোবারক ভাইকে পাঠিয়েছেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।
কুমিল্লার শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মেধাবী ইমনকে এককালীন পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা ভর্তি ও অন্যান্য খরচ বাবদ উপঢৌকন দিয়েছেন। এ ছাড়াও পরবর্তী সময়ে তাকে পড়াশোনা চালানোর জন্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
এ সময় 'আমরা এলাকাবাসী' গ্রুপের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী মো. ইমন কাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং সংবর্ধনা ক্রেস্ট ও নগদ ১,০০,০০০ (এক লাখ) টাকা অনুদান দেওয়া হয়। আমরা আশা করব মেধাবী ইমন পরিবারের পাশাপাশি সমাজের মুখ উজ্জ্বল করবে, দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, খ্যাতিমান মানুষ হবে, যেমনটি হয়েছিলেন রাখাল থেকে গভর্নর ড. আতিউর রহমান।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |